মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি) নেতা নোবেলজয়ী অং সান সু চি দাবি করেছেন, সহিংসতাপূর্ণ রাখাইন রাজ্যের সবাইকে রক্ষায় তার সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি এ ধরনের দাবি করলেন যখন ২৪ ঘণ্টায় রাখাইন থেকে ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তবে সংখ্যালঘু রোহিঙ্গাদের রক্ষার ব্যাপারে কোনও মন্তব্য করেননি সু চি। তবে তিনি বলেছেন, তার প্রশাসন মিয়ানমারের সব নাগরিকের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
এর আগে, গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ চেকপোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সেখানে পাল্টা সেনা অভিযানের মুখে দেশ ছাড়তে থাকে রোহিঙ্গারা। জাতিসংঘের দাবি অনুযায়ী, বুধবার পর্যন্ত এই দফায় প্রায় এক লাখ ৪৬ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গা নিপীড়নের বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় পশ্চিমা বিশ্বে সু চির কড়া সমালোচনা হচ্ছে। এমনকি তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি তুলছেন কেউ কেউ।
আজকের বাজার : এমএম / ৭ সেপ্টেম্বর ২০১৭