সবার জন্য পেনশনের প্রস্তাব

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সবার জন্য পেনশন সুবিধা চালুর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুন) আগামী অর্থবছরের জন্য বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, এবার বাস্তবায়ন হয়তো সামান্য শুরু হবে। সার্বজনীন পেনশনে পেনশন সবার জন্য সমান হবে। সার্বজনীন পেনশনে সব পেনশনার পেনশনের জন্য কন্ট্রিবিউট করবেন; শুধু যারা গরিব তারা ছাড়া সবাই।

তিনি বলেন, এক্ষেত্রে গরিবের সীমারেখা নির্ধারণ করতে হবে খাদ্যে নিম্নতম কেলোরিসীমা ঠিক করে।

আজকের বাজার/ এমএইচ