আগামী বছরের এপ্রিলে নাকি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আলিয়া (আলিয়া ভাট ও রণবীর কাপুর)। এর মধ্যে আলিয়া নাকি তারকাদের পোশাক ডিজাইন করে খ্যাতি অর্জন করা সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছে বিয়ের লেহেঙ্গার অর্ডারও দিয়ে ফেলেছেন।
বলিউড ও নেটপাড়া থেকে তেমন গুঞ্জন নিয়েই খবর প্রকাশ করেছে এনডিটিভি।
জানা গেছে, ফিল্ম হোক অথবা পার্টি-সব সময় আলিয়ার প্রথম পছন্দ সব্যসাচীর পোশাক। ফলে, নিজের বিয়েতেও যে তার কাছেই ছুটবেন আলিয়া এতে আর অবাক হওয়ার কী আছে! আর সব্যসাচীও তো বলিউডের প্রথম সারির নায়িকাদের বিয়ের পোশাকই বানিয়ে আসছেন। যেমন-অনুষ্কা শর্মা, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাক তিনি নকশা করেছেন।।
আজকের বাজার/লুৎফর রহমান