সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে রশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা)। যার ফলে ২০২০ সালের টোকিও অলিম্পিক ও ২০২২ সালে কাতারে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে রাশিয়া অংশ নিতে পারবে না।
সোমবার সুইজারল্যান্ডের লজানে ওয়াডার নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে যে অ্যাথলেটরা ডোপ কেলেঙ্কারিতে জড়িত না থাকার প্রমাণ দিতে পারবেন, তারা নিরপেক্ষ পতাকা নিয়ে অলিম্পিকে অংশ নিতে পারবেন।
২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ১৬৮ জন অ্যাথলেট নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন।
২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে রাশিয়ার খেলতে কোনো বাধা নেই। ওয়াডায় ‘আন্তর্জাতিক বড় আসর’ হিসেবে ইউরোকে বিবেচনা করা হয় না।
ওয়াডা জানায়, নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২১ দিনের মধ্যে আপিল করতে পারবে রাশিয়া।
২০১৯ সালে জানুয়ারিতে তদন্তে ডোপিংয়ের নমুনা নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। এরপরই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলো দেশটির ওপর।
আজকের বাজার/এমএইচ