বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আপনারা এজলাস কক্ষে যে আচরণ করেছেন তা নজিরবিহীন। সব কিছুর সীমা থাকা উচিত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ৩৫ মিনিটে পুনরায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চের কার্যক্রম শুরু হয়।
আজ সকালে খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে আদালতের এজলাস কক্ষে শুরু হয় নজিরবিহীন হট্টগোল। এক পর্যায়ে এজলাস কক্ষ ত্যাগ করেন বেঞ্চের ছয় বিচারপতি।
শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট দাখিলের জন্য সময় আবেদন করেন। তবে এর বিরোধিতা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুরু হয় বাকবিতণ্ডা।
আজকের বাজার/এমএইচ