সব কিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল : রুহুল কবীর রিজভী

ইউপি নির্বাচনে সব কিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল বলে মন্তব্য করেছেন রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, দেশের কয়েকটি অঞ্চলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচন ঘিরে হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান ও ব্যালটবাক্স ছিনতাইয়ের আগের সেই পুরনো রক্তাক্ত ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে। তবে সব কিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল রয়েছে।

রিজভী বলেন, ‘নির্বাচনগুলোতে আগের মতোই আওয়ামী চেতনার সন্ত্রাস অব্যাহত রয়েছে। এরইমধ্যে টাঙ্গাইলের কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন নাজিরহাট পৌর নির্বাচন কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার আলমগীরের বাড়িতে হামলা এবং আহমদিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব জেনেও নির্বাচন কমিশনের নিশ্চল ও নির্বিকার ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।’

তফসিল ঘোষণার আগেই নির্বাচনের প্রচার নির্বাচনী আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

প্রসঙ্গত,  আজ দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ওয়ার্ডসহ ১৩৩টি  স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।ভোট গণনা চলছে।

আজকের বাজার/আরজেড