সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ, খালেদা জিয়া ও গণতন্ত্র একাকার হয়ে গেছেন তাই আমাদের সমস্ত শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। প্রতিটি দেশপ্রেমিক মানুষের দায়িত্ব সকল গণতান্ত্রিককামী মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই যে ফ্যাসিস্ট সরকার যারা আজকে বাংলাদেশের মানুষের বুকে জবরদখল পাথরের মতো চেপে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, আমাদের দুঃখ আমরা রাখবো কোথায়, আমাদের কষ্ট আমরা রাখবো কোথায়। যে নেত্রী গণতন্ত্রের জন্য তার সমস্ত জীবনকে উৎসর্গ করেছেন। তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন রাজপথে চারণ কবির মতো ঘুরে বেড়িয়েছেন সেই নেত্রীকে আজকে এই অনির্বাচিত অবৈধ ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে সেই গণতন্ত্রের নেত্রীকে সম্পূর্ণ মিথ্যা মামলায় কারারুদ্ধ করেছে।
অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আজকে ধ্বংস হয়ে গেছে। প্রতিটি পরীক্ষার প্রশ্নফাঁস হয়ে যাচ্ছে। ব্যাংক ও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে তাদের কোন বিচার হচ্ছে না। কারণ সেগুলোর সাথে সরকার জড়িত।
এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুরনো কেন্দ্রীয় কারাগারের কাছে মিছিল করেছে বিএনপি’র নেতা-কর্মীরা। দুপুরের কিছু আগে, সংক্ষিপ্ত সময়ের জন্য ছোট একটি মিছিল করেন তারা।
আরএম/