সব শিক্ষার মেরুদন্ড-প্রাথমিক শিক্ষা

জাতি গঠনের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান মাধ্যম। শিক্ষাই জাতির মেরুদন্ড, তবে সব শিক্ষার মেরুদন্ড- প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষার উপর অমরা অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

সোমবার ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ‘বই বিতরণ উৎসব-২০১৮’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার দিকে আমাদের এক্সট্রা নজর রয়েছে। দেশে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোকে মাল্টিমিডিয়া সমৃদ্ধ করা হচ্ছে । এর অংশ হিসেবে ৫০ হাজার বিদ্যালয়ে ল্যাপটপ ও মডেম দেওয়া হয়েছে।

তিনি বলেন, পূর্বে ৭৮ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হলেও এখন ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। তাই সব শিশুরাই স্কুলে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল ও বিশিষ্ট উপস্থাপক হানিফ সংকেত উপস্থিত ছিলেন।

আজকের বাজার: আরএম/এলকে/ ১ জানুয়ারি ২০১৮