অভিনেত্রী এমি জ্যাকসন তার ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে একটা ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে ব্রিটিশ মডেল নীলম গিল তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছেন। একজন বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরতেই পারে‚ এতে আপত্তির কিছু নেই। কিন্তু এমি ছবি ক্যাপশনে লেখেন ওয়াইফ লাইভ। এমন লিখা দেখেই বিভ্রান্তিতে পড়েছেন তার ভক্তরা।
এখানেই শেষ নয়, অন্যদিকে নীলম গিলও তার টুইটারে এমির সঙ্গে নিজের অন্য একটা ছবি পোস্ট করেন এবং ছবির ক্যাপশেনে লেখেন উইথ ওয়াইফি।
আর এতেই পোস্টের নিচে ভক্তরা তাকে সরাসরি প্রশ্ন করতে শুরু করেন তিনি সমকামী কি না? তবে এমি বা নীলম দুজনের কেউই অবশ্য এই প্রশ্নের উত্তর দেননি।
গতবছরে এক সাক্ষাৎকারে এমিকে সমকামিতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন এমি বলেছিলেন, আমি এই বিষয় ভীষণ খোলামেলা। সমকামিতা নিয়ে আমার কোনো আপত্তি নেই।
আজকের বাজার/আরআইএস