ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারো স্পষ্ট ভাষায় বললেন, “আমি ভাল করে সবাইকে জানিয়ে দিতে চাই যে দেশে এনআরসি তৈরি হবে এবং তা সারা দেশেই হবে।”
তবে একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সঙ্গে এনআরসির কোন সম্পর্ক নেই। আজ একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অমিত শাহ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম না করে বলেন, “যেসব দল এনআরসির বিরোধিতা করছে তাদের আমি দেশের জনতার সামনে প্রকাশ্যে জানতে চাইছি, দেশের সব মানুষের জন্য একটা রেজিস্টার থাকা কি জরুরি নয়? না কি ধর্মশালার মতো দেশের চলা উচিত?”
অসমের জাতীয় নাগরিকপঞ্জির পর বাংলায় এনআরসি হতে দেবেন না বলে আগেই ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে প্রসঙ্গে অমিত শাহর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি এদিন বলেন, “মমতা ব্যানার্জি কী ঠিক বলবেন বা এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন তা আমি ঠিক করতে পারি না।”
আগামী বিধানসভা ভোটে এই এনআরসি ইস্যুতে মমতা বন্দোপাধ্যায় যে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করবেন তা অনুমান করেই আগাম এদিন দলের নীতি স্পষ্ট করে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।সূত্র:ভিওএ
আজকের বজার/লুৎফর রহমান