পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লভ্যাংশ দেয়ার প্রস্তাব পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী সংরক্ষিত আয় লোকসানে থাকলে কোম্পানিটি কোনো অবস্থাতেই বোনাস লভ্যাংশ দিতে পারে।
যার কারণে সমতা লেদার কমপ্লেক্স ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে ঘোষিত ২ শতাংশ বোনাস লভ্যাংশ পরিবর্তন করে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।