“সমন্বিত অর্থনৈতিক বৃদ্ধির জন্য কর, শুল্ক ও বাণিজ্য নীতি” (Tax, Tariff & Trade Policies for Inclusive Economic Growth) বিষয়ে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল (ডিবিসি) অফ ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ১৭ জুন ২০১৯ তারিখে আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম, আইসিএমএ ভবন, নীলক্ষেত, ঢাকায় এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে।
জনাব মোঃ মোশাররফ হোসেন ভ’ঁইয়া, এনডিসি, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম এফসিএমএ এর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আনোয়ারউদ্দিন আহমেদ এফসিএ, বোর্ড পরিচালক, বাংলাদেশ ব্যাংক, জনাব মোহাম্মদ আলী খোকন, প্রেসিডেন্ট, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এবং জনাব মনোয়ার হোসেন, গ্রæপ ম্যানেজিং ডাইরেকটর, আনোয়ার গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ।
আইসিএমএবি‘র ভাইস প্রেসিডেন্ট জনাব জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ এবং সচিব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ উক্ত গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন।
আইসিএমএবি’র ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান জনাব মোঃ আবদুস ছাত্তার সরকার এফসিএ, এফসিএমএ এর সভাপতিত্বে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সচিব ডঃ সৈয়দ আব্দুল্লাহ আল মামুন এফসিএমএ স্বাগত বক্তব্য এবং ভাইস চেয়ারম্যান জনাব মোঃ বখতিয়ার আলম এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক পেশাদার সিএমএ উপস্থিত ছিলেন।