সমর্থকদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফটবলার মনোনীত হয়েছেন লিডস ইউনাইটেডের মিডফিল্ডার কেলভিন ফিলিপস। জাতীয় দল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ২৫ বছর বয়সী ফিলিপস এই তালিকায় পিছনে ফেলেছেন চেলসি মিডফিল্ডার ম্যাসন মাউন্ট ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রাহিম স্টার্লিংকে।
গত মৌসুমে লিডসের হয়ে দারুন পারফর্ম করেছেন ফিলিপস। প্রিমিয়ার লিগে উন্নীত দলটি তার অবদানে টেবিলের নবম স্থানে থেকে লিগ শেষ করে। গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে তার অভিষেক হয়েছিল। এরপর দ্রুতই তিনি নিজেকে জাতীয় দলের জার্সিতে মানিয়ে নেন। সদ্য সমাপ্ত ইউরোতে ইংল্যান্ডের হয়ে সবকটি ম্যাচেই তিনি মূল একাদশে খেলেছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান