জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজেসেবা অধিদফতর। এতে ২২ পদে ১৮১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে ৫ জন, শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে ৪ জন, ধর্মীয় শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন, নার্স (অস্থায়ী রাজস্ব) পদে ১৪ জন, থার্মোফরম অপারেটর (অস্থায়ী রাজস্ব) পদে ৪ জন, গাড়িচালক (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী রাজস্ব) পদে ২২ জন, সমাজকর্মী (পৌর) (অস্থায়ী রাজস্ব) পদে ১৩ জন, সমাজকর্মী (ইউনিয়ন) (অস্থায়ী রাজস্ব) পদে ৩২ জন, শরীরচর্চা প্রশিক্ষক কাম শিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন, ট্রেড ইন্সট্রাকটর (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন, স্টোরকিপার (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন, হিয়ারিং এইড টেকনিশিয়ান (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন, কেয়ারটেকার (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন, পাম্পচালক (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন, কারিগরি প্রশিক্ষক (অস্থায়ী রাজস্ব) পদে ২২ জন, অফিস সহায়ক (অস্থায়ী রাজস্ব) পদে ৮ জন, নিরাপত্তা প্রহরী (অস্থায়ী রাজস্ব) পদে ৬ জন, পরিচ্ছন্নতা কর্মী (অস্থায়ী রাজস্ব) পদে ৪ জন, আয়া (অস্থায়ী রাজস্ব) পদে ২ জন, বাবুর্চি (অস্থায়ী রাজস্ব) পদে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহীরা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনপত্র পূরণ করা যাবে ২৪ মে ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন এখানে।
রাসেল/