বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আব্দুর রশিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। আজ রোববার ভোর রাত সাড়ে ৩ টার দিকে পাবনা জেলার নগরবাড়ীর রাজনারায়নপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মরহুম আব্দুর রশিদ মিয়া বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামালের পিতা। বাদ জোহর রাজনারায়নপুর গ্রামের মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান