আন্তঃ শাহীন হকি প্রতিযোগিতা-২০১৯ আজ শনিবার ঢাকা বিএএফ শাহীন কলেজের হকি টার্ফে শেষ হয়েছে।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বিএএফ শাহীন কলেজ ঢাকা ৯-৩ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিএএফ শাহীন কলেজ ঢাকা এর মোঃ শফিকুল ইসলাম রাজু শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে বিবেচিত হয়। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম, ও এসপি, বিএসপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২১৬ এম আর ও উই বিএএফ-এর অধিনায়ক, এয়ার কমডোর মির্জা সারোয়ার জাহান, এনডিসি প্রতিযোগীতার উদ্বোধন করেন।
আজকের বাজার/আরিফ