সমাপ্ত হলো বুলবুল স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭

সাখাওয়াৎ লিটন: ০৭ ডিসেম্বর বৃহস্পতিবার, মৌলভীবাজার জেলার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অব মৌলভীবাজার এর আয়োজনে মাস ব্যাপি টি-টুয়েন্টি ক্রিকেট লীগের সফল সমাপ্তি হয়। স্থানীয় কলেজ হোস্টেল মাঠে এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। জেলার রেকর্ড ৪৫ টি টিম অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ টুর্ণামেন্ট।

উক্ত খেলায় ফাইনালে ওঠে রহমান চ্যালেঞ্জার ও জিতু ডায়নামাইটস। ফাইনাল খেলায় রহমান চ্যালেঞ্জার জিতু ডায়নামাইটসকেস ২৩ রানের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয়। পরপর টানা ২য় বার তারা এ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুর ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ। হাসিব হোসেন খান বাবু, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার ক্লাব। বিমান ঘোষ বিল্কু, সভাপতি কোয়াব, মৌলভীবাজার। কমিশনার নাহিদ হোসেন। জেলা ক্রিকেট কোচ রাসেল আহমেদ ও সিপিএএম এর সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম।

টুর্ণামেন্টে পরিচ্ছন্ন খেলা উপহার দেবার জন্য ফেয়ার প্লের পুরষ্কার পায় টিম ফাইট ফর হিউমেনিটি। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন রহমান চ্যালেঞ্জাস এর মান্না। তাছাড়া সেরা ব্যাটসম্যান জিতু ডায়নামাইটস এর আকবর ও সেরা বোলার অব দ্যা টুর্নামেন্ট হন একই দলের রাজু।
আজকের বাজার: সালি / ০৭ ডিসেম্বর ২০১৭