দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতি আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে গেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বুধবার (২৯ আগস্ট) দুপুরে প্রতিনিধিদলটি ডিএমপির কার্যালয়ে যায়।
প্রতিনিধিদলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ রয়েছেন।
বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সমাবেশের জন্য ডিএমপির অনুমতির বিষয়ে জানতে প্রতিনিধিদলটি দুপুরে সেখানে গেছে।
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে অনুমতির জন্য আবেদন করেছে দলটি।
সমাবেশের জন্য রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা অথবা সোহরাওয়ার্দী উদ্যানে ব্যবহার করতে চায় বিএনপি।
আজকের বাজার/এমএইচ