অবশেষে সিলেটে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
সমাবেশের দিন মঙ্গলবার সকাল ৯টার দিকে সমাবেশের অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সিলেট জেলা বিএনপি সূত্র জানায়, মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ সব নেতারা উপস্থিত থাকবেন।
দলটির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন বলেন, ‘কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ যথাসময়ে যথাস্থানে হবে।’
এর আগে সোমবার রাতের খবর ছড়ায় যে, সমাবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশের একাধিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছিল। তবে তাদের ঘরোয়া প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা দেয়া হবে বলেও সূত্রটি জানিয়েছিল।
তবে সকালে অনুমতি পাওয়ার পর এক জরুরি বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, সমাবেশ নিয়ে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। পূর্বঘোষিত সমাবেশ যথা সময়ে ও যথাস্থানে অনুষ্ঠিত হবে।
আজকের বাজার/লুৎফর রহমান