“সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার ইরানের নাগরিকদের আছে। কিন্তু নিরাপত্তাকে বিপন্ন করার অধিকার তাদের নেই।” ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এই মন্তব্য করেছেন।
রোববার দেশটির মন্ত্রীসভার এক বৈঠক চলাকালে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
এ সময় সমস্যা থাকার কথা স্বীকার করে নিয়ে তা সমাধান করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি, কিন্তু সহিংসতা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন।
ইরানের সরকারি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী রুহানি বলেছেন, “দেশের উন্নয়নের পথ দেখায়, সরকারের এমন সমালোচনা ও প্রতিবাদ করার বিষয়ে (ইরানিরা) পুরোপুরি স্বাধীন।কিন্তু যারা সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করছে, আইন-শৃঙ্খলা লংঘন করে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, সরকার তাদের প্রতি কোনো অনুকম্পা দেখাবে না।”
সরকারের সমালোচনা প্রকাশ করা আর সহিংসতা ও সরকারি সম্পত্তি ধ্বংস করা সম্পূর্ণ ভিন্ন বিষয় বলে মন্তব্য করেছেন তিনি।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরাজমান ক্ষোভ, সরকারি কাজে স্বচ্ছতার অভাব ও দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন তিনি, পাশাপাশি নিজের সফলতাগুলোও তুলে ধরেছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স
আজকের বাজার: এসএস/ ১ জানুয়ারি ২০১৮