সমুদ্রপথে বাংলাদেশ-ভারত মালামাল পরিবহন শুরু

সমুদ্রপথে ভারত থেকে সরাসরি বাংলাদেশে মালামাল পরিবহন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারতের সড়ক, যোগাযোগ ও জাহাজ চলাচল মন্ত্রী নিতিন গাদকরি শনিবার এই ভারত-বাংলাদেশ জাহাজ চলাচলের উদ্বোধন করেন। এর পরপরই ভারতের চেন্নাই বন্দর থেকে অশোক লে-ল্যান্ড লিমিটেড-এর ১৮৫টি ট্রাক নিয়ে একটি জাহাজ বাংলাদেশের মংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ভারতের জাহাজ চলাচল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে উভয় দেশের মধ্যে সমুদ্রপথে মালামাল পরিবহনের যে চুক্তি স্বাক্ষরিত হয় ভারত থেকে বাংলাদেশে সমুদ্রপথে মালামাল প্রেরণ শুরুর মধ্য দিয়ে এরই বাস্তবায়ন ঘটলো।

নিতিন গাদকরি জানান, এতদিন সড়ক পথে এ ধরনের মালামাল পাঠানো হতো। কিন্তু সমুদ্র্রপথে মালামাল পাঠানো শুরু হওয়ায় আগের থেকে ১৫ থেকে ২০ দিন কম সময়ে এখন ভারত থেকে বাংলাদেশে মালামাল পাঠানো সম্ভব হবে। সমুদ্রপথে মালামাল পাঠানোর খরচও কম এবং পরিবেশবান্ধব।

এ সময় মন্ত্রী সব অটোমোবাইল প্রতিষ্ঠানকে সমুদ্রপথে জাহাজযোগে তাদের তৈরি গাড়ি বিদেশে রপ্তানির আহ্বান জানান।

প্রসঙ্গত, সমুদ্রপথে পরিবহন ব্যয় ও সময় সড়ক পথের চেয়ে অনেক কম এবং এতে কম কার্বন নিঃসরিত হয় বলে পরিবেশবান্ধব।

আজকের বাজার:এলকে/এলকে ২৯ অক্টোবর ২০১৭