সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতে নতুন ৪ বাতিঘর, ৭ রেডিও স্টেশন

দেশের উপকূলীয় এলাকার সাতটি সিগন্যাল রেডিও স্টেশন ও নতুন করে আরও চারটি বাতিঘর স্থাপন করা হবে। এগুলো স্থাপন করা হলে গভীর সমুদ্রে নৌ নিরাপত্তা নিশ্চিত হবে।

এই লক্ষ্যে ২৬ অক্টোবর বৃহস্পতিবার নৌ পরিবহণ মন্ত্রণালয়ে কোরিয়ার এক্সিম ব্যাংক ও বাংলাদেশ নৌ অধিদপ্তর একটি চুক্তি সই করেছে।

নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান জানান, এই উদ্যোগ বাস্তবায়নে ৩৭০ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ৮৮ কোটি ১৪ লাখ টাকা দেবে নৌ অধিদপ্তর। বাকি অর্থ দেবে এক্সিম ব্যাংক।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই রেডিও স্টেশন ও নতুন ৪ বাতিঘরের কাজ শেষ হবে।

তিনি জানান, কুতুবদিয়া, কক্সবাজার ও টেকনাফে ইতোমধ্যে যে তিনটি বাতিঘর রয়েছে সেগুলোও সংস্কার করা হবে।

আজকের বাজার:এলকে/এলকে ২৬ অক্টোবর ২০১৭