সমুদ্র থেকে ভেসে এলো ৪ অর্ধগলিত মরদেহ

বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল এলাকায় ৪ মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো প্রায় অর্ধগলিত অবস্থায় রয়েছে। সকালে জোয়ারের পানিতে মরদেহগুলো ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার, ১৫ মার্চ সকাল ১০টার দিকে সমুদ্রে পূর্ণ জোয়ার হয়। এ সময় জোয়ারের তোড়ে গভীর সমুদ্রের দিক থেকে লাশগুলো ভেসে আসে। পরে ভাটার সময় তা চরে আটকা পড়ে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুর হক টুটুল অজ্ঞাত ৪ মরদেহ ভেসে আসার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে তিনি জানান, মরদেহগুলো অর্ধগলিত ও অনেকটা বিকৃত হয়ে গেছে।

আরএম/