আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার. মংলা ও পায়রাকে সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দরসমূহকে ১ নম্বর স্থাণীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, ‘পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নি¤œচাপটি সামান্য উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে এসে সকাল ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৬৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে একই এলাকায় অবস্থান করছে। মংলা বন্দর থেকে ৫২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দরের ৫৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছে ওড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
বুলেটিনে আরও বলা হয়েছে, গভীর নি¤œচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ প্রায় ৫০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এসময় সাগর উত্তাল থাকবে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে অবস্থান এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। (বাসস)
সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত
![](https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2024/09/image-208518-1725866809.jpg)