কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ জুন) কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আরফাত। তিনি চট্টগ্রাম হালিশহরের আমতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, ‘ শুক্রবার সকালে নিহত আরফাতে ৪/৫জন বন্ধুসহ সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে আরফাত ভেসে যায়।
পরে তার অন্য সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আজকের বাজার/এসএম