‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে বাজেট পেশ শুরু

দেশের ৪৭ তম বাজেট জাতীয় সংসদে পেশ করতে শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আওয়ামী লীগ সরকারের ২০তম এবং মুহিতের ১২তম বাজেট এটি।

বৃহস্পতিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ শুরু করেন মন্ত্রী।

স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে ১৪ জন অর্থমন্ত্রী (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসক) ৪৬টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে।

সবশেষ প্রাপ্ত হিসাবে এবারের বাজেটের আকার হচ্ছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার। আর এই বাজেটটিকে বলা হচ্ছে অাওয়ামী লীগের নির্বাচনী বাজেট।

রাসেল/