সম্পদ পুনর্মূল্যায়ন করেছে প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্পদ পুনর্মূল্যায়ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির ২৪ বর্গফুটের জায়গা প্রয়োজনীয় সাজ-সজ্জা সম্পন্ন করার পর পুনর্ম্যূায়ন করেছে। এর মধ্যে অর্ন্তভুক্ত রয়েছে জমি, কার পার্কিং জায়গা ও সমস্ত ফিটিং ফটক। এই জায়গা কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মটর, হ্যাপি রহমান প্লাজায় অবস্থিত।

প্রিমিয়ার লিজিংয়ের উল্লেখিত জায়গার বুক ভ্যালু ২২ কোটি ৫৭ লাখ ২৪ হাজার ৩৩৬ টাকা। আর ফোর্সড সেল মূল্য ৭২ কোটি ৩৩ লাখ টাকা।

আর ২০১৭ সালের ১০ জুলাই স্বচ্ছ নিরীক্ষক দ্বারা মূল্যায়নের পর জমির দর হয়েছে ৫৭ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা।

আরএম/