রাশিয়া্ ও ভারতের সম্পর্ককে নতুন মাত্রায় নিতে রাশিয়া সফর করেন মোদি।রাশিয়ায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন ভ্রাদিমির পুতিন।বৈঠকে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক আরো জোরদার করতে একমত হয়েছে ভারত ও রাশিয়া।
বৈঠকে বিগত বছরগুলোর থেকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে রাশিয়া থেকে আরো অস্ত্রসহ সামরিক সরঞ্জাম কেনা হবে বলে জানান তিনি।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের সামরিক বাহিনী মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক আছে উল্লেখ করে, তা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধের হুমকি দেওয়ার পর সম্পর্ক জোরদারে একমত হলো ভারত ও রাশিয়া।
আরজেড/