সম্পূর্ণভাবে কোভিড-১৯ এর টিকা নেয়া লোকজন মাস্ক ছাড়া টিকা নেয়া অন্য লোকদের সাথে একত্রে জড়ো হতে পারবে।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) সোমবার নতুন নির্দেশিকায় এ কথা বলেছে।
এর পরিচালক রোশেলে ওয়ালেনস্কি বলেছেন, টিকা নেয়নি এবং মারাত্মক করোনার জন্যে উচ্চ ঝুঁকিপূর্ণ নয় এমন লোকজনের বাড়িতে যারা সম্পূর্ণভাবে টিকা নিয়েছেন তারা মাস্ক ছাড়া কিংবা দীর্ঘ দূরত্ব বজায় না রেখেও যাতায়াত করতে পারবেন।