স্লিপ ডিস্কের ব্যথায় কষ্ট পাচ্ছেন ভারতীয় বাঙালি অভিনেত্রী পাওলি দাম। হঠাৎ করেই বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
গত শুক্রবার তার অভিনীত ‘মাটি’ সিনেমাটি মুক্তি পায় । তখনও তিনি অসুস্থ ছিলেন। কিন্তু ওই অবস্থাতেই ওষুধ খেয়ে প্রিমিয়ারে শো দেখতে গিয়েছিলেন তিনি। এরপর থেকে তার অসুস্থতা আরও বাড়ে।
তার চিকিৎসক জানিয়েছেন, সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে পাওলিকে। তিনি চিকিৎকের পরামর্শ পালনও করছেন।
সম্প্রতি অসুস্থতার কথা ট্যুইটারে শেয়ার করে পাওলি তার অনুরাগীদের জানিয়েছেন, ফিজিওথেরাপি চলছে। সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে।
‘মাটি’ সিনেমায় পাওলির অভিনয় দর্শকদের মন কেড়েছে। তার অভিনীত পরের সিনেমা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় ‘কণ্ঠ’, যা শিগগিরই আসছে।
এই সিনেমার ডাবিংয়ের কাজ তার শুরু করার কথা ছিল। কিন্তু অসুস্থতায় পড়ে তারিখ পিছিয়ে দিয়েছেন তিনি। ২০১৯-এর জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
এসএম/