এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে ১৮০ কোটি মুসলিমের কাছে হাজির, পবিত্র মাহে রমজান। বুধবার (২২ এপ্রিল) ২৯ শাবান তারিখে চাঁদ দেখা না যাওয়ায় আজ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখতে নিজ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।
তাই বলা চলে, শুক্রবার থেকেই রোজা শুরু হচ্ছে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। অবশ্য, করোনা মহামারীর কারণে, মসজিদে নববী ও মসজিদুল হারামসহ দেশটির সব মসজিদে তারাবাহির নামাজ ও ইফতারি স্থগিত রাখা হয়েছে।
সৌদির বিভিন্ন শহরে সকাল ৯ টা বিকেল ৫ টা পর্যন্ত জারিকৃত কারফিউ কিছুটা শিথিল থাকবে। জেরুজালেমে ইসলামের তৃতীয় মসজিদ আল আকসাতেও নামাজ হবে না।
যুক্তরাজ্যের মসজিদ থেকে রোজায় নামাজ, দোয়া দুরুদ ভিডিওতে লাইভ স্ট্রিমিং করবে। যুক্তরাষ্ট্র, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইতে মসজিদে নামাজের ওপর বিধি-নিষেধ বহাল আছে।
ব্যতিক্রম পাকিস্তান সেখানে এখনো জামাতে নামাজ চলছে।