তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের আইন অনুযায়ী সম্প্রচার মাধ্যমে পরিপূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে গণমাধ্যমের স্বার্থে নানা পদক্ষেপ হাতে নিয়েছি। এসব পদক্ষেপ গণমাধ্যমে পরিপূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনবে।’
মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের আইন প্রয়োগের ফলে সম্প্রচার ক্ষেত্রে অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। আইন বহির্ভুতভাবে বিদেশী চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার পুরোপুরি বন্ধ না হলেও অনেক কমে এসেছে।
গুজব তৈরির অপচেষ্টার বিরুদ্ধে গণমাধ্যম জোরালো ভূমিকা রেখেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতায় ব্যাপক প্রচারণা অব্যাহত রাখাতে গণমাধ্যমের মালিকদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবুসহ অ্যাটকো নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ