মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইয়াংগুনস্থ বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারিতে কূটনৈতিকবৃন্দ, মিয়ানমারের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইয়াংগুনে কূটনৈতিক মিশন প্রধান, অন্যান্য কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, মিয়ানমারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী এবং পেশাজীবীরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
ইয়াংগুনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড কালচারের শিক্ষার্থীদের পরিবেশনায় মিয়ানমারের ঐতিহ্যবাহী নৃত্য ও যন্ত্রসংগীত ‘হার্প’ এবং দূতাবাস পরিবারের শিশুদের নৃত্য পরিবেশন অতিথিদের মুগ্ধ করে।
রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার জন্য জীবনের সর্বোচ্চ উৎসর্গকারী নিপীড়িত নারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণ করেন, যারা সব ধরনের বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
হোসেন বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন এবং এটি ২৩ বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফসল যা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে।
তিনি জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে স্বীকৃতি দিতে বর্তমান সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করেন।
সন্ধ্যায় দূতাবাস পরিবার ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের পরিবেশনায় আরেকটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিদের অভিনন্দন জানানো হয়।
১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে দূতাবাস জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণী পাঠ এবং দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। (বাসস)