কিয়েভস্থ মার্কিন দূতাবাস বুধবার ইউক্রেনে একটি ‘সম্ভাব্য বড় ধরনের বিমান হামলার’ ব্যাপারে সতর্ক করে দূতাবাস বন্ধ করে দিয়েছে। ইউক্রেন
প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর রাশিয়ার পাল্টা হামলা চালানোর শপথ নেওয়ার পর সতর্কবার্তাটি দেওয়া হলো।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।
মার্কিন দূতাবাস তার ওয়েবসাইটের একটি বার্তায় বলেছে, ‘কিয়েভস্থ মার্কিন দূতাবাস ২০ নভেম্বর সম্ভাব্য বড় ধরনের বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে।’
বার্তাটিতে আরো বলা হয়,‘ব্যাপক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাস বিমান হামলার সতর্কতা জারির মতো পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।’ (বাসস)