সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পুঁজিবাজারের আস্থা ফিরেয়ে এটিকে স্থিতিশীল বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের “বিএসইসি” চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি বলেন, বর্তমান পুঁজিবাজারের স্বার্থে আস্থা ফিরিয়ে আনা জরুরি। তবে আস্থা ফেরানো শুধু বিএসইসির একার কাজ নয়। এখানে অনেকগুলো পক্ষ আছে, তাদেরকেও নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালন করলে পুঁজিবাজারে দ্রুত আস্থা ফিরে আসবে।
আজ শনিবার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড আয়োজিত পুঁজিবাজার ও মুদ্রাবাজারসহ সংশ্লিষ্ট খাতে আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য প্রভাব বিষয়ক এক ওয়েবিনারে “ওয়েব সেমিনার” তিনি এ কথা বলেন। আলোচনায় অংশ নেন বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন।