আগামী তিন বছরের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের পরবর্তী কমিটি আজ নির্বাচিত করবেন দলটির কাউন্সিলররা।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুদিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে।
দেশজুড়ে দলের প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর দ্বিতীয় দিনের অধিবেশনে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিকল্প না থাকায় টানা নবমবারের মতো দলের সভাপতি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে শুক্রবার বিকালে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন ২০১৯ শুরু হয়। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে সারাদেশ থেকে আসা প্রায় ১৫ হাজার কাউন্সিলর ও প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অধিবেশনে অন্যান্য রাজনৈতিক দলের নেতা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ