ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আটকের কয়েক ঘণ্টা পরে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়া আলম সম্রাটকে সাথে নিয়ে দুপুর ১টা ৪০ মিনিটে তার কার্যালয়ে প্রবেশ করেন। বিকাল ৩টা ৩৮ মিনিটে এ রিপোর্ট লেখার সময় অভিযান চলছিল।
এর আগে, ‘সুনির্দিষ্ট অভিযোগের’ ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে সম্রাট ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি আরমানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রতিনিধি জানান, সম্রাট আলকারা ইউনিয়নের কুঞ্জ শ্রীপুর গ্রামে পরিবহন ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গত ২৪ সেপ্টেম্বর সরকার সম্রাটের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ