বিশ্ব জয় না করলেও দেশের এই পরিস্থিতিতে গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট মানুষের জন্য সহায়ক হতে পারে বলে দাবি করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ঢাকার আয়োজিত এক সেমিনারে, তর্কবিতর্কে না গিয়ে সরকারকে গণস্বাস্থ্যের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি। নিয়মের প্রশ্ন না তুলে জরুরী অবস্থায় সকলে মিলে দেশের স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বানও জানান জাফরুল্লাহ চৌধুরী।
এ ছাড়া গবেষণার জন্য সরকারের কাছে ৫০ কোটি টাকা ধার দেয়ার অনুরোধ জানায় গণস্বাস্থ্য।