সরকারি চাকরি না পেয়ে খুবি ছাত্রের ‘আত্মহত্যা’

সরকারি চাকরি পেতে ব্যর্থ হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক এক ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ একটি মেস বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সৈকত রঞ্জন মণ্ডল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অধিবাসী কৃষ্ণ মণ্ডলের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজির ছাত্র ছিলেন।

সৈকত ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করে ক্যাম্পাসের কাছে একটি মেস বাসায় ভাড়া থাকতেন।

হরিনটানা থানার ওসি নাসির খান বলেন, শুক্রবার রাতে ঘরের জানালা খোলা থাকায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে সৈকতের ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দেয় তারা। শুক্রবার দিবাগত সাড়ে ১২টার দিকে ঘরের দরজা ভেঙে সৈকতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় পুলিশ সেখান থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করে।

ওই নোটের লেখা অনুযায়ী জানা যায়, গত কয়েক বছর ধরে একের পর এক সরকারি চাকরির আবেদন করেন সৈকত রঞ্জন মণ্ডল। কিন্তু চাকরি না পাওয়ায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। ইতিমধ্যে তার দুই বন্ধু সরকারি চাকরি যোগদান করেছে। অথচ তিনি কোনো চাকরি পেতে ব্যর্থ হন।

ওসি জানান, ধারণা করা হচ্ছে প্রচণ্ড হতাশার কারণে সৈকত আত্মহত্যা করেছে। তার মৃতদেহের কাছে বিসিএস পরীক্ষার বইও পাওয়া গেছে।

আজকের বাজার/এমএইচ