সরকারি দুই ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পল্লী সঞ্চয় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মঈন উদ্দিন কে রাজশাহী কৃষি কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি পদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

৩১ আগস্ট বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্তদের চাকরি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মহাব্যবস্থাপক ও তদূর্ধ কর্মকর্তাদের জন্য সরকার কর্তৃক জারিকৃত নীতিমালা/প্রজ্ঞাপন দ্বারা পরিচালিত হবে ।

আজকের বাজার: এমএম/ ৩১ আগস্ট ২০১৭