কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে লাভ জনক ফসল ও সরকারী প্রণোদনার কারণে বগুড়ার কৃষকরা আউশ চাষে আগ্রহী হয়ে উঠেছে। দিন দিন বগুড়ায় আউশ চাষ বৃদ্ধি পাচ্ছে।গত বছর বগুড়ায় আউশের চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৪৫০ হেক্টর। চলতি বছরে জেলায় আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২১ হাজার ৭৫০ হেক্টর। যা থেকে পাওয়া যাবে ৬০ হাজার মেট্রিক টন (চাল আকারে) আউশ ফসল, এমনটি জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক। জেলায় এখন শতভাগ আউশ কাটা সম্পন্ন হয়ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি কর্মকর্তারা জানান, জেলায় প্রতি হেক্টরে ২ দশমিক ৮৪ মেট্রিকটন (চাল আকারে) আউশের ফলন পাচ্ছে।তারা আরো জানান এবার অতিবৃষ্টি না হওয়ায় আউশ চাষ ভালো হয়েছে। জেলায় আউশ ধান ১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
বগুড়া এবার ব্রি-ধান ৪৮ , ব্রিÑথান ৮৫, ব্রি ধান ৯৮ , ব্রি ধান ৯৮ জাতের চাষ হচ্ছে।
জেলার নন্দীগ্রাম উপজেলা আউশের চাষ বেশি হয়ে থাকে। কৃষি কর্মকর্তারা জানান। সরকার প্রণোদনা দেয়ায় আউশ চাষ বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া কৃষক আউশে ভালো দামও পাচ্ছে।