সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান অ্যানালগ পদ্ধতির ব্যবহার এড়াতে অনলাইনে তাদের বেতন-ভাতা সংক্রান্ত বিল জমা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে অর্থ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন বিল অনলাইনে দাখিল করা হবে।
বিদ্যমান পদ্ধতিতে পেমেন্টের জন্য বিল জমা দিতে প্রায় ১৫ দিন সময়ের প্রয়োজন হতো। এখন সেটা মুহূর্তেই করা যাবে। ফলে ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার অর্থ লেনদেন প্রক্রিয়া আরও সহজ হলে বলে মনে করে সরকার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে, অর্থ বিভাগের কর্মচারী এবং কর্মকর্তারা একটি পাইলট প্রকল্পের অধীনে ডিসেম্বর থেকে এক সমন্বিত বাজেট এবং হিসাব পদ্ধতিতে বেতন বিল জমা করা শুরু করেছেন।
অর্থবিভাগ সম্প্রতি এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি করেছে। এটি অর্থ বিভাগ স্টাফের বেতন বিল, পরীক্ষা পাস এবং পেমেন্ট পেনশন বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচের অর্থও এই পদ্ধতিতে লেনদেন হবে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে বেতন বিল নিজেরাই জমা করতে পারবেন।
আজকের বাজার: আরআর/ ২৬ ডিসেম্বর ২০১৭