শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশে সরকারি যেসব মিল কলকারখানা রয়েছে সেগুলো যাতে বন্ধ না হয়, বিদেশীদের প্রতি যাতে আমাদের নির্ভরশীল না হতে হয় সে জন্য সরকার কাজ করছে।
তিনি বলেন, সরকার এ লক্ষ্য নিয়েই কুষ্টিয়ায় রেনউক এন্ড যজ্ঞেস্বর কোম্পানি এবং কুষ্টিয়া সুগার মিলের মত যে সব প্রতিষ্ঠান আছে সেগুলোর উন্নয়নে কাজ করছে। লুটেরা ধনী শ্রেণীর জন্য আমাদের শিল্পকলকারখানা বিক্রি করে দেবো না।
আজ রোববার দুপুরে কুষ্টিয়ার সুগার মিলস ও রেনউক এন্ড যজ্ঞেস্বর কোম্পানি পরির্দশন শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম, কুষ্টিয়ার সুগার মিলস ও রেনউক এন্ড যজ্ঞেস্বর কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে শিল্পমন্ত্রী ২০১৯-২০২০ আখ রোপন মৌসুমের উদ্বোধন করেন এবং কুষ্টিয়া সুগারমিলে আখচাষী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ