বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৫ দিনের সরকারি সফরে নেপাল যাচ্ছেন। আগামীকাল তিনি নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের(আইএসপিআর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফরকালে তিনি নেপালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহকারী প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান তাদের সাথে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করবেন। সফরকালে তিনি একাধিক সামরিক/অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান