ডেঙ্গু আক্রান্ত রোগীরা সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করাতে পারবেন। রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রোগতত্ত্ব বিভাগের পরিচালক সানিয়া তাহমিনা।
তিনি বলেন, কিন্তু বেসরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি দিয়েই ডেঙ্গু পরীক্ষা করতে হবে।
ডেঙ্গু সনাক্তের জন্য সরকার এখন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার কিট কিনেছে। প্রতিদিন আরো ৬৮ হাজার কিট কেনা হবে। সরকার বিভিন্ন হাসপাতালে যে টাকা দিয়েছে ওই টাকাতেই কিট কেনা হবে।
আজকের বাজার/এমএইচ