দেশের সব পর্যায়ে সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া জটিল রোগের ক্ষেত্রে তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।
রোববার( ২২ জুলাই) দুপুরে সচিবালয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছাড়াও দুই মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের সুচিকিৎসার ব্যবস্থা করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
প্রথম পর্যায়ে দেশের বিশেষায়িত ১৪টি সরকারি হাসপাতালে ১৫ লাখ টাকা দিয়ে তহবিল শুরু করা হবে। এছাড়া তৃণমূলের সব সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজেও চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে অনুদান পাঠানো হবে।
একই তহবিলের জন্য একটি ফান্ডও গঠন করবে সরকার, যাতে যে কেউ চাইলে অনুদান দিতে পারেন।
এসএম/