সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

ফাইল ছবি

সরকারি চাকরিতে নিয়োগে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে লেখা এক পোস্টে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ কথা জানান।

ফেসবুকে জাকির হোসাইন লিখেছেন,  সরকারী চাকুরীতে কোন কোটা থাকবে না।
দেশরত্ন শেখ হাসিনা…..

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন।  বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা (সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাত করি।

তিনি বলেন ‘ সরকারি চাকুরীতে কোন কোটা পদ্ধতি থাকবেনা’। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ছাত্রসমাজ সাধুবাদ জানায়। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এস/