'সরকারী টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮' নীতিমালার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এই নীতিমালায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের স্মার্টফোন ব্যবহারে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এছাড়া এই আইনে সুপ্রীমকোর্টের বিচারপতি ও পররাষ্ট্রদে মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল অফিসারকে সুযোগ সুবিধার অাওতায় আনা হয়েছে।
নতুন আইনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে ১৫ থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। এছাড়া যুগ্ম সচিবদের মোবাইল বিল ৬০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা ধার্য করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আইনমন্ত্রী, কৃষিমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরজেড/