সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস শহীদ, মোঃ আফছারুল আমীন, মোঃ শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম (টিটু), বেগম ওয়াসিকা আয়েশা খান এবং মোঃ জাহিদুর রহমান।

বৈঠক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি), ঢাকা এবং বিএসএমএমইউ, ঢাকা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২০১২-১৩ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ অডিট রিপোর্ট ২০১৩-১৪ অর্থবছরের মোট ৮টি অডিট আপত্তির ৫৫ কোটি ৭৪ লক্ষ ৬৩ হাজার ৬২৯ টাকার বিষয়ে আলোচনা করা হয়। অডিট আপত্তিগুলোর বিষয়ে পিএ কমিটি একাদশ সংসদের ২য় বৈঠকে এবং এর অগ্রগতি পর্যালোচনার জন্য ৭ম বৈঠকে আলোচনা করে নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে ছয়টি অডিট আপত্তি পিএ কমিটি কর্ত্তৃক নির্দেশনার আলোকে যথাযথভাবে সম্পাদিত হওয়ায় কমিটি আপত্তিগুলো নিষ্পত্তির সুপারিশ করে। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ