বর্তমান সরকারকে সাধারণ শিক্ষার্থীরাও বিশ্বাস করে না। সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। মিথ্যাচার ও প্রতারণার সরকারের আচরণে দেশের মানুষ মর্মাহত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ।
শুক্রবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, শিক্ষর্থীদের আন্দোলন একটি অংশ মাত্র। ছাত্রদের এক অংশের বিষ্ফোরণ সরকার কন্ট্রোল করতে পারছে না। দেশের মানুষের ক্ষোভ কিভাবে কন্ট্রোল করবেন? দেশের মানুষ অপেক্ষা করছে কিছু করার জন্য। তাদের মনে ক্ষোভ দেশে গণতন্ত্র নেই, হাজার মানুষকে বিনাবিচারে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, দুর্নীতি আর দুঃশাসনের রোল মডেল হিসেবে দেশকে দাঁড় করছে সরকার। রাজনৈতিক অঙ্গণকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে র্যাব, পুলিশ ও বিচার বিভাগকে দিয়ে। যার কারণে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় যে আন্দোলন শুরু হয়েছে এগুলো মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বর্হিপ্রকাশ।
এই আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, লেবার পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দীন আহমেদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
আজকের বাজার/এমএইচ